নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শ্রী শ্রী বার্ষিক অষ্টপ্রহর ব্যাপী লীলা নাম সংকীর্তন মহোৎসব শুরু হয়েছে। অষ্টপ্রহরবব্যাপী লীলা সংকীর্তন মহোৎসবের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে অষ্টপ্রহরবব্যাপী লীলা কীর্তনের শুভ অধিবাস, রবিবার দিনরাত ব্যাপী কীর্তন শেষে ৮ মার্চ সোমবার দুপুরে দধিভান্ড ভঞ্জনের মাধ্যমে উৎসবের সমাপ্তি। অষ্টপ্রহরবব্যাপী লীলা কীর্তনে নামসুধা বিতরণ করেন, সুনামগঞ্জের মুক্তপদ দাশ, নিবারন সুত্রধর, হবিগঞ্জের বিনয় সুত্রধর, রিংকু চন্দ্র দাশ। উৎসব কমিটির সভাপতি অমলেন্দু সুত্রধরের সভাপতিত্ব এবং সাধারন সম্পাদক অজিত সূত্রধরের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার শিকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেম্বার শ্রীবাস পাল, উত্তম কুমার রায়,দিপক পাল, উৎপল দাশ, পার্থ কুমার পাল, উৎসব কমিটির সহ-সভাপতি সুরঞ্জন সূত্রধর, সাংগঠনিক নিধু সূত্রধর, সাাংস্কৃতিক সম্পাদক রিংকু দাশ, চয়ন দাশ, শিক্ষক পলাশ রতন দাশ প্রমুখ। এতে এছাড়াও সহ¯্রাধিক ভক্তবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।