প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলার বামপন্থী আন্দোলনের অন্যতম সংগঠক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি হবিগঞ্জ জেলা কমিটির সাবেক নেতা কমরেড মোঃ আব্দুর রশিদ গত ৭ মার্চ রবিবার সকাল ১০টায় তার নিজ গ্রামের বাড়ি রিচিতে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…..রাজেউন)। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭০ বৎসর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁহার মৃত্যুতে হবিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, চৌধুরী মহিবুন্নূর ইমরান, জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, সদস্য হুমায়ুন খান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার, টমটম শ্রমিক নেতা মোঃ মনজিল মিয়া গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। গতকাল সোমবার বিকাল ৪টায় প্রয়াত কমরেড আব্দুর রশিদের কবরে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান হবিগঞ্জ জেলা বামপন্থী নেতৃবৃন্দ। পরে পরিবারের সাথে দেখা করে সমবেদনাও জানান। এসময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- হাবিবুর রহমান, চৌধুরী মহিবুন্নুর ইমরান, পীযুষ চক্রবর্তী, এড. জুনায়েদ আহমেদ, হুমায়ুন খান, রিচি গ্রামের বিশিষ্ট মুরুব্বী ডাঃ বরকত আলী, যুবসংঘের সাধারণ সম্পাদক মোঃ জিতু মিয়া, মোঃ খেলু মিয়া, মোঃ মনজিল মিয়া ও মরহুমের যোগ্য ছেলে এডভোকেট মনির। এসময় কমরেডের জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন।