মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌর সভার উন্নয়ন কাজ পরিদর্শনের লক্ষে ২য় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতি করন সেক্টর প্রকল্পের পক্ষ থেকে প্রায় ৪৫ লাখ টাকা মুল্যের একটি আধুনিক ডাবল কেবিন পিকআপ দেয়া হয়েছে। সম্প্রতি পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা গাড়ীর চাবি গ্রহন করেন। এ উপলক্ষ্যে পৌরভবনে মহান আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করে দোয়া অনুষ্টিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নান। এসময় পৌর সচিব মোঃ ফারুক, কাউন্সিলর আবুল বাশার, দুলাল খাঁ, শামসুল আলম, গোলাপ খান, এমদাদুল হক ফেরদৌস, হরিদাস রায়, সুরঞ্জন পাল, নিবার্হী প্রকৌশলী রতœাংকুর দাস, সহকারী প্রকৌশলী সহিদুল ইসলাম, উপসহকারী আশরাফুল ইসলাম কয়েসসহ পৌর কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।