এটিএম সালাম, নবীগঞ্জ ॥ নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউনিয়নের মুক্তাহার গ্রামের সংযোগ ব্রীজ পুণঃ নির্মাণ কাজ শুরু না হওয়ায় ওই এলাকার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নবীগঞ্জ টুকের বাজার রাস্তা থেকে মুক্তাহার সড়কের শাখাবরাক নদীর উপর নির্মিত ব্রীজ জনচলাচলের অনুপযোগি হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা পুণঃ নির্মাণে টেন্ডার করেন। ঠিকাদার কাজ পেয়ে জনাকীর্ণ ব্রীজটি বিগত ২০২০ সালের ডিসেম্বর মাসে ভেঙ্গে পেলেন। কিন্তু বিগত ৩ মাস ধরে নতুন ব্রীজ নির্মাণের কোন কাজ শুরু করা হয় নি। নাই কোন ডাইভারশন। লোকজন চলাচলের জন্য একটি বাশেঁর সাকো বানিয়ে দিয়েছেন ঠিকাদার। ফলে ওই রাস্তায় রিক্সা বা কোন প্রকার যানবাহন চলাচল করতে পারেনি। এতে মুক্তাহার গ্রামসহ আশে পাশের এলাকার প্রায় ১০ হাজার লোকের চলাচলের ক্ষেত্রে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে। মুক্তাহার গ্রামবাসীদের নবীগঞ্জ বাজারে আসতে ও বাড়িতে ফিরে যেতে দুই কিলোমিটার দূরে সাখোয়া বাজার হয়ে আসা-যাওয়া করতে হচ্ছে। এই মৌসুমে কাজ শুরু না হলে কিছু দিন পর বর্ষা শুরু হলে এ বছর আর কাজ শুরু করা সম্ভব হবে না বলে আশংখ্যা প্রকাশ করছেন এলাকাবাসী। মুক্তাহার গ্রামসহ এলাকাবাসী উক্ত ব্রীজের নির্মাণ কাজ দ্রুত শুরু করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।