লন্ডন প্রতিনিধি ॥ গত ১লা মার্চ ২০২১ইং সোমবার বিকাল ৫টায় হবিগঞ্জের চুনারুঘাট এর চার কৃতি সন্তান যথাক্রমে শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান, সাবেক বিচারপতি ও আইন সচিব মোঃ আব্দুল হাই, আশা’র চেয়ারম্যান ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা শফিকুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান ফিরুজ আহমেদ ও বিয়ানীবাজার সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক তালুকদার এর মৃত্যুতে শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে ও চুনারুঘাট এসোসিয়েশন ইউকে যৌথভাবে ভার্চুয়াল শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের সভাপতি, বিশিষ্ট কমিউনিটি নেতা এডভোকেট মীর গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা, বেঙ্গলী ওয়ার্কার্স এসোসিয়েশন (সুরমা সেন্টার) পরিচালক ও চুনারুঘাট এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক জালাল আহমেদ এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হাজী মোঃ আব্দুল মতিন। চুনাুঘাট এসোসিয়েশন ইউকের সভাপতি মোঃ গাজীউর রহমান গাজীর সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া শোক সভায় বিভিন্ন দেশ থেকে অংশ গ্রহণ করে স্মৃতি চারণ ও শোক প্রকাশ করেন যথাক্রমে জিএসসির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ূম কায়সার, মোঃ ফিরুজ চৌধুরী, জিএসসির সহ-সভাপতি এম এ আজিজ, আব্দুল মুমিন বুলবুল চৌধুরী, সাধারণ সম্পাদক, অর্গানাইজেশন ফর দ্য রিকগনিশন অফ বাংলা এজ এন অফিসিয়াল ল্যান্গুয়েজ অফ ইউএন মোঃ তুফাজ্জল চৌধুরী, সাবেক ছাত্রনেতা সৈয়দ মোস্তাফিজুর রহমান (আয়ারল্যান্ড), সামীম আহমেদ চৌধুরী (জালালাবাদ গ্যাস কর্মকর্তা), আবু ইউসুফ চৌধুরী, প্রভাষক সৈয়দ ইকবাল, কোষাধ্যক্ষ মাসুক আহমেদ, জিএসসি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী হাবীবুর রহমান রানা, জামিলুর রহমান হেলাল (রুয়ান্ডা), শায়েস্তাগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ সুমন, শাহ মোঃ সাদেক (আমেরিকা), চুনারুঘাট এসোসিয়েশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শরিফ আহমেদ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর ড. মো: মাহবুব রাব্বানী, সাংবাদিক, সমাজকর্মী, সাবেক ছাত্রনেতা এ রহমান অলি, বিচারপতি আব্দুল হাই সাহেবের সুযোগ্য সন্তান, আওয়ামীলীগ কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সাবেক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল হাই রাজিব, চুনারুঘাট এসোসিয়েশন ইউকের উপদেষ্টা সৈয়দ খান, শায়েস্তাগঞ্জ সমিতির সহ-সভাপতি আব্দুস সালাম সবুজ, কবি মোঃ কামাল, তৌহিদ চৌধুরী প্রমুখ। দোয়া পরিচালনা করেন সামার্স টাউন মসজিদের ইমাম সৈয়দ মোঃ ইব্রাহীম।