নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের দেওপাড়ায় প্রিতি ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া মাঠে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে এ প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বী মোঃ নজির মিয়া, মোঃ নাইম উল্লাহ, আশ্বদ মিয়া, মোঃ ফারুক মিয়া, সেজুল মিয়া, কাশেম মিয়া, মোহন মিয়া, আলী আহমদ, ফারুক, কাদির মিয়া প্রমুখ।
প্রিতি ফুটবল টুর্নামেন্টে বিবাহিত দলকে ১ গোলে পরাজিত করে অবিবাহিত দল জয়ী হয়। খেলায় উপস্থিত অতিথিবৃন্দ কমিটির নেতৃবৃন্দ বিজয়ীদের হাতে একটি খাসি তুলে দেন। টুর্নামেন্টে কমিটির দায়িত্ব পালন করেন লুৎফর রহমান, রাসেল আহমেদ, আশিক মিয়া, আবু তাহের। অবিবাহিতদের মধ্যে অধিনায়কের দায়িত্ব পালন করেন বিশিষ্ট ফুটবলার মোঃ আব্দুল আলী ও বিবাহিতদের মধ্যে অধিনায়কের দায়িত্ব পালন করেন সাবেক বিশিষ্ট ফুটবলার সোহেল আহমেদ।