আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্টিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে-২০২১ এ বিজয়ী ২০ জনের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে দৌড়ে হ্যালিপ্যাড মাঠ হতে শুরু হয়ে লাখাই এসিআরসি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত শেষ হয়। এর আগে ৫ কিলোমিটার ম্যারাথন উদ্বোধন করেন ইউএনও লুসিকান্ত হাজং। এসময় অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন আরাফাত রানা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল কাদের, ফরহাদ প্রমুখ। ম্যারাথনে অংশগ্রহণ করেন সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক বৃন্দ, শিক, শিার্থী, ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।