নবীগঞ্জ প্রতিনিধি ॥ ছাত্র-ছাত্রীদের নিরাপদে চলাচলের জন্য নিরাপদ সড়ক চাই ও তাদেরকে সচেতন করে তোলার জন্য নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় সড়ক দুর্ঘটনা নিয়ে সচিত্র প্রতিবেদন, কুইজ ও নাটিকা এবং অভিনয়ের মাধ্যমে সড়ক দূর্ঘনার বাস্তব শিক্ষণীয় চিত্র ব্র্যাকের মাধ্যমে গতকাল শনিবার তুলে ধরা হয়েছে। ব্র্যাকের সামাজিক এ কর্মসূচী ছাত্রছাত্রী সহ সচেতন জনতার মধ্যে প্রসংশিত হয়েছে। নিরাপদ সড়ক আমাদের অধিকার, বাস্তবায়নে চাই অঙ্গীকার এই শ্লোগানকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আউশকান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহিদ আহমদ এর সভাপতিত্বে ও মাওলানা ছালিক আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্র্যাকের নিরাপদ সড়ক চাই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জি এম সুমন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম,এ আহমদ আজাদ। বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য মাসুক মিয়া মেম্বার, হাজী বদরুল ইসলাম বকুল, আমিনুর রহমান নোমান, আব্দুর রকিব, শফিকুর রহমান, মাদ্রাসা শিক্ষক মাওলানা এমরান আহমদ, মাওলানা ছানাওর আলী, শামসুর রহমান, মিস জেনী বেগম, রহিমা বেগম, ব্র্যাকের যোগাযোগ কর্মী সমশের উদ্দিন ও কল্যান চাকলাদার প্রমুখ। পরে একদল নাট্যকর্মী সড়ক নিরাপত্তা বিষয়ক একটি নাটক মঞ্চস্থ করেন।