রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

পৌরসভার নবনির্বাচিত মেয়রের সঙ্গে ব্যাংকারদের শুভেচ্ছা বিনিময়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩৭৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ আতাউর রহমান সেলিম এর সঙ্গে ব্যাংকার্স এসোসিয়েশনের শুভেচ্ছা বিনিময় সভা গতকাল কৃষি ব্যাংক ভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি জনতা ব্যাংক ম্যানেজার মোঃ মর্তুজ আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক হবিগঞ্জ অঞ্চলের সিআরএম কাজী কাওছার আহমাদ ও জনতা ব্যাংক লিঃ হবিগঞ্জ এরিয়া অফিসের ইনচার্জ পরিতোষ চন্দ্র দেবনাথ।
স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক- কৃষি ব্যাংক কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ। শুভেচ্ছা বিনিময় সভায় নবনির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম বলেন, পৌরসভার চিহ্নিত সমস্যাগুলো সমাধানে পদক্ষেপ গ্রহণ করবেন এবং এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন। তাকে ভোটে নির্বাচিত করায় পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে সরকারী-বেসরকারি ব্যাংকের ম্যানেজার, অফিসার, সিবিএ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ব্যাংকার খয়ের উদ্দিন আহমদ চৌধুরী, উপদেষ্টা টিএসএন সেলিম সিদ্দিকী, উপদেষ্টা ফরিদ উদ্দিন আহমদ, সোনালী ব্যাংকের ম্যানেজার মুজিবুর রহমান, অগ্রণী ব্যাংক ম্যানেজার কাজী মোখলেছুর রহমান, ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার ফরিদ উদ্দিন, আইসিবি ইসলামী ব্যাংকের ম্যানেজার আইন উদ্দিন আহমদ, শাহজালাল ইসলামি ব্যাংকের ম্যানেজার মাহবুবুর রহমান জাহান, প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজার তপন ভট্টাচার্য, রূপালী ব্যাংকের ম্যানেজার জিয়াউর রহমান, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার ইশতিয়াক তরফদার কল্লোল, সোনালী ব্যাংক চৌধুরী বাজার শাখার ম্যানেজার তোফায়েল মোস্তফা তরফদার, কৃষি ব্যাংক অফিসার্স ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক জিতেশ রঞ্জন সুত্রধর, ব্যাংকার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শাহ জয়নাল আবেদীন রাসেল, বিকেবি কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সভাপতি রাজীব রায় প্রমুখ।
ব্যাংকার্স এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমেদ রোমেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজার অশোক দত্ত, প্রাইম ব্যাংকের ম্যানেজার অরুণাংশু দাশ, পূবালী ব্যাংকের এসপিও জ্যোতির্ময় দাশ, সিটি ব্যাংকের অফিসার আতাউর রহমান সুলতান, পূবালী ব্যাংক মিরপুর শাখার ম্যানেজার, কৃষি ব্যাংক মিরপুর শাখার ম্যানেজার বিনয় ভূষন দাশ, নন্দনপুর শাখার ম্যানেজার কুতুব উদ্দিন, পানিউমদা শাখার ম্যানেজার মৃণাল কান্তি পাল, অগ্রণী ব্যাংকের সিবিএ নেতা আবু তাহের তুহিন, সোনালি ব্যাংকের সিবিএ নেতা খলিলুর রহমান প্রমুখ।
নবনির্বাচিত মেয়র মোঃ আতাউর রহমান সেলিমকে হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশন, কৃষি ব্যাংক অফিসার ঐক্য পরিষদ, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, প্রাইম ব্যাংক, আইসিবি ইসলামি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, কৃষি ব্যাংক সিবিএ, অগ্রণী ব্যাংক সিবিএ সহ বিভিন্ন ব্যাংক-সংগঠন থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com