হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান পৌর নির্বাচনে পরাজিত হলেও জনগণের ভোট, ভালোবাসা এবং আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক বিজ্ঞপ্তিতে মিজানুর রহমান মিজান বলেন, জনগণের ভালোবাসায় আমি আপ্লুত। আমাকে বিগত উপ-নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করায় আমি বিগত ২০টি মাস দিন, রাত জনগণের পাশে থেকে কাজ করেছি। অল্প সময়ের চ্যালেঞ্জ নিয়ে পৌরসভাকে বদলে দেওয়ার চেষ্টা করেছি। বর্ষা মৌসুমে জনগণকে জলাবদ্ধতার সমস্যা থেকে রক্ষা করার চেষ্টা করেছি। এই সমস্যার স্থায়ী সমাধানের কাজও চলমান রয়েছে। বিশেষ করে, করোনাকালে ঝুঁকি নিয়েও আমি জনগণের পাশে থেকেছি। অসহায় মানুষকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করেছি। পৌরসভার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রী জনাব তাজুল ইসলামকে নিয়ে এসে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করেছি। ইচ্ছা ছিল, আরেক বার সুযোগ পেলে পৌরসভাটিকে পরিকল্পিতভাবে গড়ে তোলা। জনগণেরও প্রত্যাশা ছিল আমি যেন পুনরায় মেয়র নির্বাচিত হই। দল থেকে আমাকে মনোনয়ন প্রদান করা না হলেও জনগণের দাবীর পরিপ্রেক্ষিতে আমি নির্বাচনে অংশ নিয়েছিলাম। জনগণ ঠিকই তাদের সমর্থন আমার প্রতি প্রদান করেছেন। কিন্তু আমি জনগণের আমানত যথাযথভাবে রক্ষা করতে ব্যর্থ হই। একটি বৈরী পরিবেশের মাঝে আমাকে নির্বাচনে অংশ নিতে হয়েছে। হবিগঞ্জবাসী অবগত আছে কি পরিৃিস্থতিতে এবং কিভাবে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ পেলে ভোটারগণ আরো স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে আমাকে বিজয়ী করতেন। এই বৈরী পরিবেশে আমাকে যারা ভোট, সাহস ও সমর্থন দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি মেয়র নির্বাচিত না হলেও যেহেতু জনগণের কল্যাণে আজীবন কাজ করে আসছি পরবর্তীতেও জনগণের সাথে থেকেই কাজ করব। যেকোন প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকব এই প্রত্যাশা ব্যক্ত করছি। ভবিষ্যতেও সুযোগ পেলে আমি এই পৌরবাসীর খেদমত করার জন্য প্রস্তুত আছি।