স্টাফ রিপোর্টার ॥ গতকাল শনিবার হবিগঞ্জ জেলায় আরো ৬২৭ জন নারী-পুরুষ করোনা ভাইরাসের টিকা (ভ্যাকসিন) গ্রহণ করেছেন। এ নিয়ে জেলায় ৩৪ হাজার ৮১২ জন নারী-পুরুষ টিকা গ্রহণ করেছেন। গতকাল টিকা গ্রহণকারীদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ১৮৫ জন, আজমিরীগঞ্জ উপজেলায় ২৭ জন, বাহুবল উপজেলায় ৩০ জন, বানিয়াচং উপজেলায় ৪৮ জন, চুনারুঘাট উপজেলায় ৬৩ জন, লাখাই উপজেলায় ৫৫ জন, মাধবপুর উপজেলায় ১৩৯ ৮জন এবং নবীগঞ্জ উপজেলায় ৮০ জন। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল এ তথ্য জানিয়েছেন।