বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশগ্রহকারী অধিকাংশ কাউন্সিলর প্রার্থী স্ব-শিক্ষিত। তাদের মধ্যে ব্যতিক্রম পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কৌশিক আচার্য্য পায়েল। তিনি বি.বি.এ (অনার্স), এম.বি.এ ও এল.এল.বি অধ্যায়রত।
জনসেবার মানসে তিনি এবার নির্বাচনে উটপাখি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫নং ওয়ার্ডবাসির মধ্যে তাকে ঘিরে চলছে নানা আলোচনা। তিনি বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক, রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত। করোনা মহামারির সময় তিনি এলাকার প্রতিটি অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে তাদের সেবা করেছেন। এতেও তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। কৌশিক আচার্য্য পায়েল জানান, গত ১ যুগে হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু অপ্রিয় হলেও সত্য হবিগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডবাসী বিভিন্ন সমস্যায় জর্জড়িত। নানা প্রতিবন্ধকতার কারণে এই ওয়ার্ডের মানুষ উন্নয়ন বঞ্ছিত। তিনি জানান, আমি নির্বাচিত হলে এই ওয়ার্ডকে উন্নয়নের মূল¯্রােতে আনতে চাই। এই জন্য তিনি ৫নং ওয়ার্ডবাসীর ভোট, দোয়া, আর্শিবাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন। ৫নং ওয়ার্ডের ৫ বারের নির্বাচিত সাবেক কাউন্সিলর মুকুল আচার্যী বলেন, আমি দীর্ঘদিন পৌরসভার দায়িত্ব পালন করেছি। শারিরীকভাবে প্রস্তুত না থাকায় বিগত ২ বার নির্বাচনে অংশ গ্রহণ করতে পারি নাই। তাই আমার প্রতিনিধি হিসাবে আমার ভাতিজা কৌশিক আচার্য্য পায়েলকে উটপাখি প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করার অনুরোধ জানাই।