স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আলহাজ্ব শামছুল হুদা তার ১৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারের মধ্যে রয়েছে-দুর্নীতি, দু-শাসন ও মাদকমুক্ত পৌরসভা গড়ে তুলব। জলাবদ্ধতা নিরসনে একটি স্বমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করে তা সমাধানের ব্যবস্থা করা, নগর উন্নয়নে পদক্ষেপ গ্রহণ, একটি আধুনিক পার্ক ও শিশু পার্ক নির্মান, সদকের পাশে ফুটপাত নির্মাণ, যানজট নিরসনে বিকল্প সড়ক চতুর্দিকে রিং রোড তৈরী করা এবং ব্যস্ততম সড়কে ফুট ওভার ব্রিজ নির্মাণ, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়নে সহজী করণ ও ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেম তৈরী করা। পৌরসভার মালিকানাধিন মিলনায়তনগুলো ব্যবহার উপযোগি করে ভাড়া কমানো, মসজিদ, মন্দির উন্নয়ন। শহরে সিসি ক্যামেরা স্থাপন, এ্যাম্বুলেন্স সুবিধা রিক্সা, ভ্যান, ঠেলা গাড়ির লাইসেন্স ও নবায়ন ফ্রি সর্বনি¤œ কররা, টাউন বাস চালু, কারিগড়িসহ প্রশিক্ষণের ব্রবস্থা গ্রহণ।