প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমানের সেলিমের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার শহরের মহিমা কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরী। এতে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামনুর রশীদ, আবু আহমেদ নাসিম পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক- ব্যরিস্টার শেখ ফজলে নাইম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চপল ও অধ্যাপক ড. রেজাউল কবির, অ্যাডভোকেট সুব্রত পাল, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জগদীশ চন্দ্র মোদক, অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নীরু, শংখ শুভ্র রায় প্রমুখ।
সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বী মুরুব্বীয়ান আতাউর রহমান সেলিমকে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।