বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সমর্থন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে সমর্থন জানিয়েছে হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড। গতকাল বুধবার সকালে মুক্তিযোদ্ধা ভবনে এক সভায় মুক্তিযোদ্ধাবৃন্দ আতাউর রহমান সেলিমকে অকুণ্ঠ সমর্থন জানান। সেই সাথে তাকে ভোট ও সর্বাত্মক সহযোগিতার জন্য পৌরবাসীর কাছে আবেদন জানান।
হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার গৌর প্রসাদ রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার মোঃ আব্দুল মালেক মাস্টার, সহকারী কমান্ডার (অর্থ) হায়দার আলী, সহকারী কমান্ডার শফিকুর রহমান, সৈয়দ জাহেদ, সুখেন্দ্র চন্দ্র দাশ, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আবদাল প্রমুখ।
এদিকে, গতকাল সন্ধ্যায় শহরের আরডি হল প্রাঙ্গণে জেলা স্বেচ্ছাসেবক লীগ নৌকার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে নির্বাচনী সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান। ইয়াহিয়া চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, অ্যাডভোকেট আবুল হাশেম মোল্লা মাসুম, অনুপ কুমার দেব মনা, আবু বক্কর সিদ্দিকী, অমল কুমার দাশ পলাশ, রফিকুল ইসলাম, মোস্তাক গাজী, আহছানুল হক সুজা, মাখন পাল, নজরুল ইসলাম শামীম, শেখ সেবুল আহমেদ, বাবুল চৌধুরী, নাজমুল হুদা, আশরাফ সোহেল প্রমুখ। সভায় জেলা, পৌর ও বিভিন্ন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতচ্ছৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com