প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে সমর্থন জানিয়েছে শায়েস্তানগর গ্রাম পঞ্চায়েত। গত রবিবার রাতে পঞ্চায়েত কমিটির সর্দার শহিদুর রহমান লাল এর সভাপতিত্বে ও ফেরদৌস আহমেদের পরিচালনায় স্থানীয় জামেয়া গাউছিয়া সুন্নীয়া একাডেমিতে নৌকার সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বক্তব্য রাখেন শায়েস্তানগর গ্রাম পঞ্চায়েতের মুরুব্বী মোঃ আব্দুল হক, মোঃ ফারুক মিয়া, মোঃ লেচু মিয়া, বাচ্চু মিয়া, এমজি সেলিম, মোঃ সেলিম মিয়া, মোঃ আব্দুল আহাদ, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, অ্যাডভোকেট কুতুব উদ্দিন, মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা তাতী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মোঃ নূরুল হক কবির, মহিবুল আলম জীবন, মোঃ আলী আব্দুল্লাহ, মোঃ নাসিম প্রমুখ।
বক্তারা আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে উন্নয়ন তরান্বিত করতে আতাউর রহমান সেলিমকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় নৌকার প্রতি সমর্থন জানানোর জন্য আতাউর রহমান সেলিম শায়েস্তানগর গ্রাম পঞ্চায়েতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি বারের জন্য তাকে নির্বাচিত করে জনগণের জন্য কাজ করার সুযোগ প্রার্থনা করেন। এ সময় উপস্থিত পাঁচ শতাধিক নারী-পুরুষ হাত তুলে তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন।