নবীগঞ্জ প্রতিনিধি ॥ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে গতকাল ২১ ফেব্রুয়ারি রবিবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাব, পৌরসভা ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে প্রদীপ প্রজ্জলন, পুষ্পস্তবক অর্পণ, কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনা, বিভিন্ন ইভেন্টে শিার্থীদের মধ্যে প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী। এ সময় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এর পুরস্কার বিতরণ করা হয়। একইসাথে প্রধান অতিথি ক্যান্সার ও দুরারোগ্য রোগীদের মাঝে চিকিৎসার জন্য চেক বিতরণ করেন। অনলাইন আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন। বিশেষ অথিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মুমিন, ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ্র দাশ নাজমা বেগম প্রমূখ।