বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল গ্রেপ্তার ফিলিস্তিনীদের গণহত্যার প্রতিবাদে জেলা জাপা’র বিক্ষোভ-সমাবেশ যুক্তরাজ্যে নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টির সভায় নবীগঞ্জে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন ও ব্যবসায়ীবৃন্দের পরামর্শ সভা আজ পহেলা বৈশাখ বিতর্কিত টিকটকার ইব্রাহিম-মুক্তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অভিযোগ ধরতে পুলিশের অভিযান নবীগঞ্জের কাজীগঞ্জবাজার-মার্কুলী সড়কে দুর্ভোগের যেনো শেষ নেই আজমিরীগঞ্জে দুই দলের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত মাধবপুরে থানার ওসি’র জনসচেতনতা উঠান বৈঠক স্টেডিয়ামের অফিস সহায়ক সোহেলের ওপর আবারও হামলা

পৈলারকান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহজাহান মিয়াকে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডবাসীর পূর্ণ সমর্থন

  • আপডেট টাইম শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের মনোননয় প্রত্যাশী চেয়ারম্যান পদ-প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা মোঃ শাহজাহান মিয়ার সমর্থনে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডবাসী উদ্যোগে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিথঙ্গল ঐতিহ্যবাহী বড় আখড়ার গোসাই’র শ্রী সুকুমার দাস মোহন্তের সভাপতিত্বে এবং মাওলানা আলী আক্কাছের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী শাহজাহান মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীযুষ সূত্রধর, আওয়ামীলীগ নেতা আহাদ মিয়া, ইউপি সদস্য ধলন মিয়া, অঞ্জন দাশ, প্রাক্তন শিক্ষক উপেন্দ্র অধিকারী, হুমায়ূন কবির, আরব আলী, সুমেশ্বর সূত্রধর, পরেশ পাল, সুলতান আহমেদ, ফয়েজ আহমেদ পরান, কুদ্দুছ আলী, আরব আলী, মাওলানা আব্দুস সামাদ, দুলাল মিয়া, মাঈন উদ্দিন, ছালেক মিয়া মেম্বার, ডাঃ আবুল কাশেম, মধু মিয়া, মনতাজুর রহমান, হোসেন আলী, আছির মেম্বার, ইঞ্জিনিয়ার ঊনিশ চৌধুরী, চাঁন মিয়া, ইন্তাজ আলী, দিবেশ অধিকারী, পরেশ শীল, রাজু চৌধুরী, আব্দুল কাইয়ূম শাবান, ডাঃ সাইদুল ইসলাম, কৃপাসিন্ধু রায়, পিযুষ সূত্রধর প্রমূখ। সভায় বক্তারা বলেন, বিগত নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ফজলুর রহমান খান ও শাহজাহান মিয়া প্রার্থী হওয়ায় এলাকার মুরুব্বীয়ান জুড়ি বোর্ডে বসে সিদ্ধান্ত নিয়ে ফজলুর রহমান খানকে একক প্রার্থী ঘোষণা করেছিলেন। পরের নির্বাচন ফজলুর রহমান খান করবেন না বলে ওই সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সভায় এবারের নির্বাচন একক প্রার্থী হিসেবে শাহজাহান মিয়া করবেন বলে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডবাসী তাকে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন থেকে সরিয়ে ছিলেন। ওই ৩ ওয়ার্ডবাসী তাদের প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার বিকেলে পরামর্শ সভা করে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডবাসি শাহজাহান মিয়াকে একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেন এবং তাকে আওয়ামীলীগের মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান। সভায় বিথঙ্গল ঐতিহ্যবাহী বড় আখড়ার গোসাই’র শ্রী সুকুমার দাস মোহন্ত এলাকাবাসির সিদ্ধান্তে একমত পোষন করে চেয়ারম্যান প্রার্থী শাহজাহান মিয়াকে নির্বাচিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com