প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট এনামুল হক সেলিমের সমর্থনে শহরের মোহনপুরে এলাকাবাসির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট মুরুব্বি আব্দুল কাদির টেনুর সভাপতিত্বে ও জেলা যুবদলের সহসভাপতি আব্দুল মালেকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী এডভোকেট মোঃ এনামুল হক সেলিম। সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমজি মুহিত, মোঃ আব্বাছ উদ্দিন, হবিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, এলাকার বিশিষ্ট মুরুব্বি গোলাম মওলা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সর্দার এম এ মন্নান, জেলা তাতীদলের সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, শ্রমিকদল নেতা নুরুল হক লিটন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান টিপু, তাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, আব্দুল আক্কাছ, সাইদুল ইসলাম সোহেল, হেলাল আহমেদ বাবু, সফিকুল ইসলাম রয়েল, মনিরুল ইসলাম লিটন, আলআমিন তালুকদার প্রমুখ। সভায় মেয়র প্রার্থী এডভোকেট এনামুল হক সেলিম বিএনপির ঘাটি হিসেবে পরিচিত মোহনপুর বাসির কাছে আগামী ২৮ ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন এবং তাকে সমর্থনের আহ্বান জানন। জবাবে এলাাকার বিএনপি ও অঙ্গ সংগঠন এবং এলাকাবাসি তাকে পুণ সমর্থন করেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে ধাণের শীষকে বিজয়ী করার প্রতিশ্রুতি প্রদান করেন। সভায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকাবাসি উপস্থিত ছিলেন।