স্টাফ রিপোর্টার ॥ কালেক্টরেট সংলগ্ন নিমতলা প্রাঙ্গনে নব-নির্মিত শহিদ মিনারে পুষ্প অর্পণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া. অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বিজন বেনার্জী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসরাম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, জেলা কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, জেলা জাপা নেতা শিবলী খায়ের, জেলা ন্যাপ সাধারণ সম্পাদক ফরহাদ চৌধুরী প্রমূখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় জেলা কালেক্টরেট সংলগ্ন নিমতলা প্রাঙ্গনে নব-নির্মিত শহিদ মিনারে যথাযোগ্য মর্যাদায় প্রথম প্রহরে পুস্পস্তর্বক অর্পণ করার সিদ্ধান্ত নেয়া হয়। সভাশেষে জেলা প্রশাসক নেতৃবৃন্দগনকে সাথে নিয়ে নব-নির্মিত শহিদ মিনার পরিদর্শন করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।