স্টাফ রিপোর্টার ॥ গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ জেলায় ৩ হাজার ২৬৫ জন নারী-পুরুষ করোনা ভাইরাসের টিকা (ভ্যাকসিন) গ্রহণ করেছেন। এ নিয়ে জেলায় ২৪ হাজার ৪৯৩ জন নারী-পুরুষ টিকা গ্রহণ করেছেন।
গতকাল টিকা গ্রহণকারীদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ১০৭৫ জন, আজমিরীগঞ্জ উপজেলায় ২৮৬ জন, বাহুবল উপজেলায় ২৪০ জন, বানিয়াচং উপজেলায় ২০৭ জন, চুনাররুঘাট উপজেলায় ৫৯৮ জন, লাখাই উপজেলায় ১৭০জন, মাধবপুর উপজেলায় ২৮২জন এবং নবীগঞ্জ উপজেলায় ৪০৭জন। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল এ তথ্য জানিয়েছেন।