স্টাফ রিপোর্টার ॥ কোভিড-১৯ (করোনা ভাইরাসের টিকা) টিকা এর ১ম ডোজ প্রদান অব্যাহত থাকবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ১ম ডোজ চলবে। এর আগে ২০ফেব্রুয়ারী ১ম ডোজ প্রদান কার্যক্রম শেষ হয়ে যাবে বলে বলা হয়েছিল।
এদিকে ইতিপূর্বে যারা ১ম ডোজ গ্রহন করেছেন তাদের ১মাস পর অর্থাৎ ৭ ফেব্রুয়ারী যারা ১ম ডোজ গ্রহন করেছেন তাদের ১ মাস পর ৭ মার্চ ২য় ডোজ দেয়া হবে বলে রেজিষ্ট্রেশন কার্ডে লিখে দেয়া হয়েছে। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের নয়া নির্দেশনা অনুযায়ী ১ম ডোজ নেয়ার ৮ সপ্তাহ পর ২য় ডোজ প্রদান করা হবে। অর্থাৎ যেদিন ১ম ডোজ প্রদান করা হয়েছে ওই দিন থেকে ২ মাস পর (৭ ফেব্রুয়ারী যারা ১ম ডোজ গ্রহণ করেছেন তাদের ৭ এপ্রিল) ২য় ডোজ প্রদান করা হবে। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল এ তথ্য নিশ্চিত করে বলেছেন যাদের ১ মাস পর ২য় ডোজ গ্রহন করতে লিখে দেয়া হয়েছে তাদের ২ মাস পর ২য় ডোজ গ্রহন করার জন্য অনুরোধ জানিয়ে বলেন প্রত্যেককে এসএমএস এর মাধ্যমে ২য় ডোজের তারিখ জানিয়ে দেয়া হবে।