মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভায় কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের জন্য পৃথক দু’টি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পৌরসভার নব নির্বাচিত মেয়র হাবিবুর রহমান মানিক কার্যালয় দু’টি উদ্বোধণ করেন। এ সময় পৌরসভার সচিব মোঃ আমিনুল ইসলাম, প্রকৌশলী সহিদুল ইসলাম, প্যানেল মেয়র মোঃ মোবারক উল্যাহ, কাউন্সিলর মোঃ দুলাল খাঁ, মোঃ বাবুল হোসেন, শেখ জহিরুল ইসলাম, বিশ্বজিত চন্দ্র দাস, আবজাল মিয়া, সামসুল আলম পাঠান, বকুল চন্দ্র ঋষি, ইশরাত জাহান ডলি, স্বপ্না পাল সহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেয়র বলেন, পৌরসভা প্রতিষ্টিত হওয়ার পর থেকে কাউন্সিলরা বসার কোন কার্যালয় ছিল না। বিষয়টি আমাকে খুবই কষ্ট দিয়েছিল। আজ তাদের বসার স্থান করতে পারায় নিজের কাছে খুবই ভাল লাগছে। মাধবপুরে শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সহকারি কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মামুন আল হাসান, উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান ফারুক পাঠান, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, কৃষকলীগের আহবায়ক জামালউদ্দিন প্রমূখ। করোনা ভাইরাসের কারনে সীমিত পরিসরে যথাযোগ্য মর্যাদায় শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।