নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা কুর্শি ইউনিয়নের এনাতাবাদ-হালিতলার ইটসলিং রাস্তা ও রাধা রমনের আখড়ার ইটসলিং রাস্তার ইট তুলে নিয়ে গেছে একদল অসাধু চক্র। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল পৃথক অভিযোগ দায়ের করেছেন উপজেলার কুর্শি ইউনিয়নের ভূবিরবাক গ্রামের আব্দুল মুহিত ও হালিতলা গ্রামের অজিত দাশ। আব্দুল মুহিত লিখিত অভিযোগ পত্রে উল্লেখ করেন- এনাতাবাদ হতে হালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৫শ ফুট ইটসলিং রাস্তা ছিল। ভূবিরবাক গ্রামের ওসমান, আমির, আশিক, ছামাদ, মতিউর, লতিব, ফয়সল মিয়া গংরা ওই রাস্তার ইট তুলে নিয়ে যায়। এ সময় মুহিত মিয়া বাধা দিলে প্রতিপক্ষের লোকজন মুহিত মিয়াকে হুমকি ধামকি দেয় এবং চেয়ারম্যান আলী আহমদ মুসার নির্দেশে ইট তুলে নিয়ে যাচ্ছে বলে জানায়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
অপর দিকে অজিত দাশ লিখিত অভিযোগে উল্লেখ করেন- হালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে রাধা রমনের আখড়া পর্যন্ত ১৬শ ফুট ইটসলিং রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন এলাকার ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষ চলাচল করে আসছেন। ওই রাস্তার সকল ইট কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুসা ও ইউপি সদস্য শ্রীবাস পালের সহযোগিতায় সব ইট তুলে নিয়ে যায় একটি চক্র। এমন ঘটনার প্রতিকার চেয়ে গ্রামবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন অজিত দাশ। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন-অভিযোগের ব্যাপারে খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।