স্টাফ রিপোর্টার ॥ গতকাল সোমবার হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৪৫৮ জন নারী-পুরুষ করোনা ভাইরাসের টিকা (ভ্যাকসিন) গ্রহণ করেছেন। এ নিয়ে জেলায় ১৫ হাজার ৬৫৬ জন নারী-পুরুষ টিকা গ্রহণ করেছেন। গতকাল টিকা গ্রহণকারীদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ১২৭৭ জন, আজমিরীগঞ্জ উপজেলায় ২৬২ জন, বাহুবল উপজেলায় ২০০ জন, বানিয়াচং উপজেলায় ১৮১জন, চুনাররুঘাট উপজেলায় ২৩৯ জন, লাখাই উপজেলায় ১৮০জন, মাধবপুর উপজেলায় ৪৯৩জন এবং নবীগঞ্জ উপজেলায় ৬২৬জন। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল এ তথ্য জানিয়েছেন।