প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের জন্য জেলা প্রশাসনের কমর্রত কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে একদিনের বেতনের চেক প্রদান করা হয়েছে। আজ ১৫ই ফেব্রুয়ারি দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তার কার্যালয়ে হবিগঞ্জ জেলার কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ সংক্রান্ত কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়ার কাছে জেলা প্রশাসনের সকল কর্মকর্তার ১ দিনের বেতনের চেক প্রদান করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, হবিগঞ্জ জেলায় কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ এর জন্য জেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ ১ দিনের বেতন দেওয়ার জন্য ইতঃ পূর্বে প্রতিশ্রুতি প্রদান করেছিলেন।