মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর প্রেসক্লাবের বনভোজন সর্ম্পূণ হয়েছে। শনিবার সাতছড়ি জাতীয় উদ্যানে দিন ব্যাপি প্রেসক্লাবের সদস্য ও তাদের সদস্যরা এ বনভোজনে অংশ গ্রহন করেন। সকাল ৯টা হতেই প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা কার্যালয়ের সামনে আসতে থাকেন। এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান সবাইকে স্বাগত জানান। সকাল ১০ টায় প্রেসক্লাবের কার্যালয়ের সামনে থেকে সবাইকে নিয়ে বাসটি যাত্রা শুরু করেন। প্রায় ১১টার দিকে জাতীয় উদ্যানে পৌছলে প্রেসক্লাবের সভাপতি মোঃ মহিউদ্দিন আগত সকলকে স্বাগত জানিয়ে টি-র্শাট, ক্যাপ বিতরণ করেন এবং দিনের কর্মসূচি জানিয়ে দেন। সিনিয়র সাংবাদিক জামাল মোঃ আবু নাসের আর্কষনীয় সদস্য কার্ড বিতরণ করেন। নাস্তা পর্বের পর পরই উদ্যান ভ্রমন, সদস্য ও সদস্যদের পরিবার বর্গের মধ্যে খেলাধূলা শুরু হয়। এরই মধ্যে সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের আর মাহমুদুল হাসান রনি র্যাপেল ড্রয়ের টিকেট বিক্রি শুরু করেন। খেলাধূলায় বিচারকের দায়িত্ব পালন করেন সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি ও সাবেক সাধারন সম্পাদক অলিদ মিয়া। সহযোগিতা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, ফরাশউদ্দিন পিন্টু, আবুল হোসেন সবুজ, এক্ররামুল আলম লেবু, বিল্লাল হোসেন খাঁন, নাহিদ, ওমর ফারুক, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান। দুপুর গড়িয়ে যায় যায় অবস্থায় আপ্যায়ন কমিটির আহবায়ক সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর খাবার গ্রহনের জন্য সকলকে আহবান জানান। সেখানে সিনিয়র সাংবাদিক আইয়ুব খান ও সানাউল হক চৌধুরী শামিম, সহ-সভাপতি হিরেশ ভট্রাচার্য্য সহযোগিতা করেন। খাবার গ্রহনের পর পরই মাধবপুর শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। এছাড়া সাংবাদিক বিকাশ বীরের মেয়ে ও বিপ্লব আর্চাযের মেয়ে সংগীত পরিবেশন করেন। সিনিয়র সাংবাদিক কাউসার আলমের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি প্রানবন্দ হয়ে উঠে সকলের কাছে। পরিশেষে র্যাফেল ড্র ও পুরুস্কার বিতরণ অনুষ্টিত হয়। জেলা পরিষদের সদস্য ফাতেমা তোজ্জ জোহরা এবং শাহজাহানপুর ইউ/পি চেয়ারম্যান বাবুল হোসেন খাঁন ,ছাতিয়াইন ইউ/পির সাবেক চেয়ারম্যান খাইরুল ইসলাম মনু, আমন্ত্রিত অতিথি হিসাবে বনভোজনে অংশগ্রহন করেন।