সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল গ্রেপ্তার ফিলিস্তিনীদের গণহত্যার প্রতিবাদে জেলা জাপা’র বিক্ষোভ-সমাবেশ যুক্তরাজ্যে নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টির সভায় নবীগঞ্জে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন ও ব্যবসায়ীবৃন্দের পরামর্শ সভা আজ পহেলা বৈশাখ বিতর্কিত টিকটকার ইব্রাহিম-মুক্তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অভিযোগ ধরতে পুলিশের অভিযান নবীগঞ্জের কাজীগঞ্জবাজার-মার্কুলী সড়কে দুর্ভোগের যেনো শেষ নেই আজমিরীগঞ্জে দুই দলের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত মাধবপুরে থানার ওসি’র জনসচেতনতা উঠান বৈঠক স্টেডিয়ামের অফিস সহায়ক সোহেলের ওপর আবারও হামলা

মাধবপুর প্রেসক্লাবের বনভোজন

  • আপডেট টাইম রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর প্রেসক্লাবের বনভোজন সর্ম্পূণ হয়েছে। শনিবার সাতছড়ি জাতীয় উদ্যানে দিন ব্যাপি প্রেসক্লাবের সদস্য ও তাদের সদস্যরা এ বনভোজনে অংশ গ্রহন করেন। সকাল ৯টা হতেই প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা কার্যালয়ের সামনে আসতে থাকেন। এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান সবাইকে স্বাগত জানান। সকাল ১০ টায় প্রেসক্লাবের কার্যালয়ের সামনে থেকে সবাইকে নিয়ে বাসটি যাত্রা শুরু করেন। প্রায় ১১টার দিকে জাতীয় উদ্যানে পৌছলে প্রেসক্লাবের সভাপতি মোঃ মহিউদ্দিন আগত সকলকে স্বাগত জানিয়ে টি-র্শাট, ক্যাপ বিতরণ করেন এবং দিনের কর্মসূচি জানিয়ে দেন। সিনিয়র সাংবাদিক জামাল মোঃ আবু নাসের আর্কষনীয় সদস্য কার্ড বিতরণ করেন। নাস্তা পর্বের পর পরই উদ্যান ভ্রমন, সদস্য ও সদস্যদের পরিবার বর্গের মধ্যে খেলাধূলা শুরু হয়। এরই মধ্যে সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের আর মাহমুদুল হাসান রনি র‌্যাপেল ড্রয়ের টিকেট বিক্রি শুরু করেন। খেলাধূলায় বিচারকের দায়িত্ব পালন করেন সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি ও সাবেক সাধারন সম্পাদক অলিদ মিয়া। সহযোগিতা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, ফরাশউদ্দিন পিন্টু, আবুল হোসেন সবুজ, এক্ররামুল আলম লেবু, বিল্লাল হোসেন খাঁন, নাহিদ, ওমর ফারুক, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান। দুপুর গড়িয়ে যায় যায় অবস্থায় আপ্যায়ন কমিটির আহবায়ক সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর খাবার গ্রহনের জন্য সকলকে আহবান জানান। সেখানে সিনিয়র সাংবাদিক আইয়ুব খান ও সানাউল হক চৌধুরী শামিম, সহ-সভাপতি হিরেশ ভট্রাচার্য্য সহযোগিতা করেন। খাবার গ্রহনের পর পরই মাধবপুর শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। এছাড়া সাংবাদিক বিকাশ বীরের মেয়ে ও বিপ্লব আর্চাযের মেয়ে সংগীত পরিবেশন করেন। সিনিয়র সাংবাদিক কাউসার আলমের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি প্রানবন্দ হয়ে উঠে সকলের কাছে। পরিশেষে র‌্যাফেল ড্র ও পুরুস্কার বিতরণ অনুষ্টিত হয়। জেলা পরিষদের সদস্য ফাতেমা তোজ্জ জোহরা এবং শাহজাহানপুর ইউ/পি চেয়ারম্যান বাবুল হোসেন খাঁন ,ছাতিয়াইন ইউ/পির সাবেক চেয়ারম্যান খাইরুল ইসলাম মনু, আমন্ত্রিত অতিথি হিসাবে বনভোজনে অংশগ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com