স্টাফ রিপোর্টার ॥ প্রেস ইনিস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র মহাপরিচালক (ডিজি) জাফর ওয়াজেদ বলেছেন, অজ্ঞ ও মূর্খ সাংবাদিকতার কোন দরকার নেই। অসাংবাদিকের প্রশিক্ষণের কোন মানে হয়না। তাদের কি কাজে আসবে সমাজের, তারা সমাজের বোঝা এবং ক্ষতিকর। তাদের কোন বৈশিষ্ট্য নেই। ১১ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় রাজধানীর পিআইবি কর্তৃক আয়োজিত হবিগঞ্জের বিভিন্ন উপজেলার সাংবাদিকদের ৩ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিরতণ অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন পিআইবির মহা পরিচালক জাফর ওয়াজেদ। তিনি আরও বলেন, সাংবাদিকদের কল্যাণ ও দক্ষতা উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সারাদেশে সাংবাদিকদের কল্যাণ ও দক্ষতা উন্নয়নে নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। এখন থেকে পিআইবি’র ওয়েব সাইটে নিবন্ধন করে বা সরাসরি আবেদন করে পিআইবি’র বিভিন্ন প্রশিক্ষণে সারাদেশের সাংবাদিকদের অংশগ্রহণেরও আহবান জানান ডিজি জাফর ওয়াজেদ। আয়োজিত অনুষ্ঠানে পিআইবি’র সমন্বয়ক প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুন এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ সাংবাদিক সমিতির নব- নির্বাচিত সভাপতি দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি আজিজুল পারভেজ । তিনি বলেন, মফস্বলের সাংবাদিকরা দক্ষতা অর্জন করে প্রন্তিক মানুষের কথা পত্রিকার পাতায় তুলে আনতে এ প্রশিক্ষণ অনেক ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ের সাংবাদিকদের প্রশিক্ষণের আয়োজন করায় তিনি পিআইবি’র উদ্যোগের প্রসংশা করেন এবং আগামীতে বিষয় ভিত্তির উপর ৫ দিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করতে পিআইবি কর্তৃপক্ষকে অনুরুধ করেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পরিচালক প্রশাসন আফরাজুর রহমান, প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া শাহেদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সদস্য শেখ নুরুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ- সভাপতি শাহ সুলতান, সাংবাদিক আলমগির হোসেন, নাবিদ মিয়া, সাংবাদিক নুর উদ্দিন সুমন সহ কয়েকজন নিজেদের অনুভূতি ব্যক্ত করে বলেন, পিআইবি’র এমন প্রশিক্ষণ মফস্বলের সাংবাদিকদের অনেক কাজে আসবে। তারা তাদের বক্তব্য বলেন, অনেকে সংবাদ লেখার কৌশল না জানায় অনেক গুরুত্বপূর্ণ সংবাদও পত্রিকায় প্রকাশিত হয় না। পিআইবি’র এ প্রশিক্ষণ সাংবাদিকদের কাজের মান শতগুণ বাড়িয়ে দিবে। পরে পিআইবি কর্তৃক ৩ দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণপ্রাপ্ত ২৩ জন সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দরা। উল্লেখ্য গত ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি’র) প্রশিক্ষণের উদ্বোধনন করেন প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) পরিচালক প্রশাসন আফরাজুর রহমান। কর্মশালার প্রথম দিনে প্রথম পর্বের কর্মশালায় প্রশিক্ষণ দেন অনুষ্ঠান কর্মশালার সমন্বয়ক প্রতিবেদক (অধ্যায়ন ও প্রশিক্ষণ) জিলহাজ্ব উদ্দিন নিপুন। দ্বিতীয় পর্বের কর্মশালায় প্রশিক্ষণ দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাহাত মিনহাজ। দ্বিতীয় দিনে দিনে প্রথম পর্বে অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে প্রশিক্ষণ দেন বেসরকারি টিভি চ্যানেল চ্যানেল আইর বার্তা সম্পাদক মীর মাসরুর জামান, অনুসন্ধানী সংবাদেশ প্রেক্ষাপট ও অনুসন্ধানী প্রতিবেদনে সংবাদ সুত্র উৎস তৈরীর কৌশল নিয়ে প্রশিক্ষণ দেন প্রতিবেদক (অধ্যায়ন ও প্রশিক্ষণ) জিলহাজ্ব উদ্দিন নিপুন। তৃতীয় দিনে ফিচার ধারণা, ফিচার লেখার কৌশল ফিচার ধরণ ও প্রকরন নিয়ে প্রশিক্ষণ দেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম, তথ্য অধিকার আইন নিয়ে আলোচনা করেন পিআইবির সাবেক পরিচালক আনোয়ারা বেগম, সাংবাদিকতার নীতিমালা ও নৈতিকতা নিয়ে আলোচনা করেন পিআইবির মহা পরিচালক জাফর ওয়াজেদ।