স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী বিএনপি নেতা ইসলাম তরফদার তনু ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সামছুর রহমান সোহেল মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল ছিল মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত তারিখ। উভয় প্রার্থী রিরটার্ণিং অফিসারের নিকট লিখিত আবেদনের মাধ্যমে তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। ফলে আগামী ২৮ ফেব্রুয়ারী হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বান্দ্বতা করছেন। তারা হলেন আওয়ামলীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিম, বিএনপি মনোনীত প্রার্থী এডঃ মোঃ এনামুল হক সেলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোঃ শামছুল হুদা, স্বতন্ত্র মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ বশিরুল আলম কাওছার ও গাজী মোঃ পারভেজ হাছান।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৯জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে ১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর আবুল হাসিমের মনোনয়ন পত্র ঋণ খেলাপীর অভিযোগে বাতিল করা হয়েছে। এ ব্যাপারে আবু হাসিম জানান তার একটি তার অজ্ঞতা বশতঃ রয়ে যায়। তিনি বিষয়টি জ্ঞাত হবার পর পরিশোধ করলেও নির্ধারিত সময়ে পরিশোধ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।