মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কে রত্মা বাজার সন্নিকটে সিএনজিকে সাইড দিতে গিয়ে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙ্গে উল্টে খাদে পড়ে যায়। এতে বড় ধরণের দূর্ঘটনা থেকে রক্ষা পায় এ সড়ক দিয়ে যাতায়াতকারি বিভিন্ন যানবাহন ও পথচারীরা। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রতœাব্রীজ সংলগ্ন এলাকায় বিকাল ৪টার দিকে। এ সময় প্রায় আধাঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এ ব্যাপারে বানিয়াচং পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মামুন মোল্লা জানান, এ দূর্ঘটনার পর আমরা ত্বড়িৎ গতিতে বিদ্যুৎ বন্ধ করার পর কয়েক ঘন্টার মধ্যে অপর আরেকটি খুঁটি স্থাপন করে বিদ্যুৎ কর্মীদের অক্লান্ত পরিশ্রমে বিদ্যুত সরবরাহ চালু করা হয়েছে।