মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বহরা ও শাহপুর এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে আব্দুস সালাম (২৫) কে ৬ মাসের জেল এবং সালাম মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে উপজেলার সহকারি কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন এ রায় প্রদান করেন। প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে সোনাই নদীর বহরা ইউনিয়নের আখালিয়া ছড়া এলাকা দিয়ে ওই ইউনিয়নের রাজাপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুস সালাম (২৫) অবৈধ ভাবে বালু উত্তোলন করার সময় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই দিন শাহপুর এলাকায় অবৈধ ভাবে মাটি উত্তোলন করার অভিযোগে সামাদ মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।