প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে মোহনপুর এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আজিজ ইউনুছ। পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ তৈয়ব আলী, মস্তুফা মিয়া, মরম আলী লেদু, সর্দার তাজুল ইসলাম, শাহীন মিয়া, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আজিজুল ইসলাম, বৃন্দাবন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাবিবুর রহমান কিবরিয়া, শ্রমিক লীগের নাছির উদ্দিন, কৃষক লীগের শেখ আবুল বাশার ছিনু, তাঁতী লীগের নাসির উদ্দিন ভান্ডারী, জেলা যুবলীগের ওয়াহিদুর রহমান, সোহেলুর রহমান, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক জুয়েলুর রহমান, পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মজনু আহমেদ তুহিন, শেখ রুবেল প্রমুখ।’ সভায় আতাউর রহমান সেলিমের নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য কাজ করতে সবাই অঙ্গিকার করেছেন। শুরুতে পৌর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মরহুম রফিকুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।