স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে করোনা ভাইরাসের টিকা প্রদানের প্রথম দিনে জেলায় মোট ৩৪২ জন কোভিড-১৯ এর টিকা নিয়েছেন। তন্মধ্যে আজমিরীগঞ্জ ২৫ জন, বাহুবল ৩৯ জন, বানিয়াচং ৮ জন, চুনারুঘাট ৪০ জন, সদর ১০২ জন, লাখাই ৪০ জন, মাধবপুর ৪০ জন ও নবীগঞ্জে ৪৮ জন টিকা নিয়েছেন।