প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিবেন বর্তমান মেয়র মোঃ মিজানুর রহমান মিজান। তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্প্রতি একটি মহল আমি পৌর নির্বাচনে অংশ নেব না বলে অপপ্রচার করে ভোটার, আমার কর্মী, সমর্থক সর্বোপরি হবিগঞ্জ পৌরবাসীর মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। যা তাদের ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। আমি পৌরসভার সকল ভোটার, আমার কর্মী, সমর্থক সর্বোপরি হবিগঞ্জ পৌরবাসীকে আশ^স্থ করতে চাই আমি পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অবশ্যই অংশ নেব ইন্শাল্লাহ। এ বিষয়ে সন্দেহের কোন অবকাশ নেই। তিনি বিশ^াস করেন পৌরবাসী তার সাথে আছেন এবং তার সাথেই থাকবেন। তিনি সকল ভয় ভীতি উপেক্ষা করে আগামী ২৮ ফেব্রুয়ারি প্রত্যেক ভোটারকে তাদের ভোটাধিকার প্রয়োগের আহবান জানান। এ ছাড়াও তিনি সুষ্টু নির্বাচন সম্পন্নের লক্ষে ভোটার, কর্মী সমর্থকসহ সকলের সার্বিক সহযোগিতা, দোয়া ও আশীর্বাদ কামনা করেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিগত উপ-নির্বাচনে পৌরবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেন। এজন্য আমি পৌরবাসীর কাছে চির কৃতজ্ঞ। তিনি মেয়র নির্বাচিত হওয়ার পর স্বল্প সময়ে বৈশি^ক মহামারী করোনা ভয়ভীতিকে উপেক্ষা করে রাত দিন হবিগঞ্জ পৌরসভার উন্নয়নমূলক কাজ করে আসছি। দীর্ঘদিন হবিগঞ্জ পৌরসভা উন্নয়নের মূল ¯্রােতের বাহিরে থাকলেও আমি দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের মহাসড়কের মূল ¯্রােতে হবিগঞ্জ পৌরসভাকে পিরিয়ে আনতে কিছুটা হলেও সফল হয়েছি। বর্তমানে পৌরসভায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে। তিনি পৌরসভার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে পৌরবাসী সকলের সমর্থন, দোয়া আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন আগামীতে পৌরবাসীর সমর্থনে তিনি মেয়র নির্বাচিত হলে পৌরসভার মাস্টার প্ল্যান চূড়ান্তকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ অব্যাহত রাখা, বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্থায়ী অবকাঠামো নির্মাণ, বিনোদনের জন্য পার্ক তৈরী এবং খেলাধুলা ও সাংস্কৃতিক উন্নয়ন, শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও দরিদ্র এবং অদম্য মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান, পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলা, শহরকে সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশে রূপান্তর এবং শহরের পরিধি বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ, ইভটিজিং ও মাদকমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত পৌরসভা গড়ে তোলা, প্রান্তি ও দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে প্রকল্প গ্রহণ, ভূমি দস্যু ও দখলবাজদের হাত থেকে নাগরিকদের রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সর্বোপরি হবিগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ।