প্রেস বিজ্ঞপ্তি ॥ অবিলম্বে সকল ব্যাটারি চালিত অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদান, প্লেইট প্রদানের পূর্বে রিক্সা আটকানো বন্ধ রাখা, প্রশাসনের পক্ষ থেকে অটোরিক্সা শ্রমিকদের উপর নির্যাতন বা হয়রানী বন্ধ করা, দূরত্ব অনুযায়ী যুক্তি সঙ্গত ভাড়া নির্ধারন করা, হাইওয়ে অটোরিক্সা ও সি.এন.জির জন্য বিকল্প রাস্তা তৈরী করাসহ ৭ দফা দাবীতে আজ রবিবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাটারি চালিত অটোরিক্সা মালিক শ্রমিক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার আন্দোলন পরিচালনা কমিটির আয়োজনে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এক অবস্থান কর্মসূচীর আয়োজন করা হয়। ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহ সাধারন সম্পাদক আব্দুল জব্বার ও মারফত আলীর পরিচালনায় অব¯’ান কর্মসূচীতে বক্তব্য রাখেন আন্দোলন পরিচালনা কমিটির সহ সভাপতি প্রবীন শ্রমিক নেতা ধনু মিয়া, সামছুর রহমান সঞ্জিব আলী, বারিক মিয়া, কোষাধ্যক্ষ রাহিমুল ইসলাম চৌধুরী, মস্তো মিয়া, প্রচার সম্পাদক সালেক মিয়া, দপ্তর সম্পাদক শংকর শুক বৈদ্য, পদ্দারবাড়ী অঞ্চলের সভাপতি আরব আলী, ধুলিয়াখাল রায়ধর, বরইউরি অঞ্চলের সভাপতি, তৌহিদ মিয়া, বালিখাল শ্যামপুর অঞ্চলের সভাপতি মধু মিয়া। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- অটো রিক্সা যাত্রী ও শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক সৈয়দ আজহারুল হক বাকু এছাড়া আরো বক্তব্য রাখেন লাইন সেক্রেটারি আব্দুল আলী, জাহির মিয়া, আব্দুল গনি, ফারভেজ মিয়া, মিন্টু মিয়া, জাফর আলী, জাহির মিয়া, বিলাল মিয়া, সোবহান মিয়া, আমীর মো: মহসিন, মোজাম্মেল হক, উজ্জ্বল মিয়া, ভিংরাজ মিয়া, আন্দু মিয়া প্রমুখ। বক্তব্যে সভাপতি শফিকুল ইসলাম বলেন, আগামী হবিগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থীদের ইশতিহারে ব্যাটারি চালিত অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদান সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করি। তিনি আরো বলেন, নাম্বার প্লেইট না দিয়ে যদি কোনো অটো রিক্সা আটকানো বা ভাংচুর করা হয় তাহলে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরন সহ আদায় করা হবে। সহ সভাপতি ধনু মিয়া বলেন, এনজিও থেকে ঋন নিয়ে রিক্সা ক্রয় করেছি, টাকার কেনা রিক্সাকে কোনো ভাবেই অবৈধ বলা যাবে না, পূর্বে ৭ হাজার পায়ে চালিত রিক্সার লাইসেন্স ছিল বর্তনানে পায়ের রিক্সার স্থানে অটো রিক্সা এসেছে। আমরা সকল ব্যাটারি চালিত অটো রিক্সার নাম্বার প্লেইট চাই।