সংবাদদাতা ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ভানু লাল দাসকে পাঞ্জারাই নিজ গ্রামে সর্বসম্মতিক্রমে একক চেয়াম্যান প্রার্থী হিসেবে পূর্ণ সমর্থন করা হয়েছে। গতকাল রবিবার ভানু লাল দাশের নিজ বাড়িতে, বিশিষ্ট্য মুরুব্বি আব্দুল মালিক এর সভাপতিত্বে ও দীঘলবাক হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক শাহরিয়ার আহমেদের পরিচালনায় পাঞ্জারাই গ্রামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আব্দুল ওয়াক্বিব, পবিত্র গীতা থেকে পাঠ করেন শ্রী পংকজ ভট্টাচার্য্য। মতবিনিময় সভায় উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট্য মুরুব্বি মোঃ শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কমরু মিয়া, সিরাজুল ইসলাম, রাধিকা রায়, মোঃ অলিউর রহমান (ইউপি সদস্য), মাষ্টার হরিপদ দাশ, জিলু মিয়া, ইসহাক মিয়া, মতিউর রহমান (কালা মিয়া), মুজিবুর রহমান, কবিন্দ্র দাশ, আফিয়া বেগম (মহিলা ইউপি সদস্য), প্রাকৃকৃষ্ণ দাশ, মোঃ রেদুয়ান, ইসলাম উদ্দিন, মদরিছ মিয়া, মাসুক মিয়া, ওয়াসির মিয়া, মোফচ্ছির মিয়া, ছৈদ আলী, মোঃ রফিক মিয়া, শাজাহান তালুকদার, বিন্দু ভূষণ রায়, রবিন্দ্র রায়, বিরাম উদ্দিন, আনন্দ দাশ, লুৎফুর রহমান, মিজান মিয়া, টুনু মিয়া, আশু রায়, আব্দুল হাই, ফজলুল হক, বক্কু সরকার, মোত্তাকিম মিয়া, নজিম উদ্দিন, আব্দুস সালাম, মৃদুল রায়, সুয়েব মিয়, মনরিছ মিয়া, মোঃ সেলিম মিয়া, আব্দুল ফাত্তাহ (লতা মিয়া), আল আমিন, দিলু দাশ, মগল মিয়া, রগু রায়, উমেশ শব্দকর, মিলন শব্দকর প্রমুখ। মতবিনিয় সভায় ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ভানু লাল দাশ বলেন, আমি ইউনিয়নবাসীর সেবক হিসেবে আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। আপনাদের দোয়া, আশির্বাদ আমার এগিয়ে যাওয়ার মূল প্রেরণা। সর্বশেষে গ্রামের জনসাধারণের প থেকে আসন্ন ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভানু লাল দাশকে গ্রামের একক প্রার্থী হিসেবে পূর্ণ সমর্থন দেয়া হয়।