প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্টিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১ টার দিকে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সম্মেলন অনুষ্টিত হয়।
জেলা সভাপতি আসাদুজ্জামান লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ তাজুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মাওঃ মুহাম্মদ নেছার উদ্দিন।
প্রধান অতিথি’র বক্তবে তিনি বলেন, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে দেশের যুব সমাজকে আদর্শবান কতে হবে। ইসলাম যুব আন্দোলন এই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আলোচনা সভা শেষে ২০২১-২০২২ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। নেতৃবৃন্দরা হলেন-সভাপতি আসাদুজ্জামান লিটন, সহ-সভাপতি সুজাত আহমদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ তাজুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ সিরাজুল ইসলাম, মুফতি মুহাম্মদ শিহাব উদ্দিন, ইসলামী আন্দোলন হবিগঞ্জ
জেলা শাখার সভাপতি মহিব উদ্দিন আহমেদ সোহেল, সাধারণ সম্পাদক শামছুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল আলম সাজু, আব্দুল মোছাব্বির রুনু, আশরাফুল ইসলাম সোহাগ।