আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় আনুষ্ঠানিকভাবে করোনা টিকাদান কার্যক্রমে প্রথম করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। এর পর গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদির স্যানিটারি ইন্সপেক্টর বিধান সোম। রোববার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১১ লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও এর দেহে টিকা প্রয়োগের মাধ্যমে লাখাইয়ে আনুষ্ঠানিকভাবে করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা ভাইস চেয?ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, প্রমূখ। উল্লেখ্য, লাখাইসহ সারা দেশে রোববার থেকে শুরু হয়েছে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকাদান কার্যক্রম। লাখাইয়ে ৪০ জন কে টিকা দেওয়া হয়। উপজেলায় ২টি বুথে প্রয়োগ করা হয় করোনা ভ্যাকসিন। টিকা নিতে আগ্রহীদের ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হয়েছে।