মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে দূর্বৃত্তদের হাতে ষাটোর্ধ্ব মহিলা খুনের ঘটনায় বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল নিহতের ছেলে গোলাম আজম ঠাকুর অজ্ঞাতনামদের আসামী করে এ মামলাটি দায়ের করেন। এদিকে গতকাল নিহত জাকিরা খাতুনের বাড়ীতে গিয়ে দেখা গেছে শোনশান নিরবতা। জাকিরা খাতুনের নৃশংস হত্যাকান্ডটি এলাকাবাসীসহ দেশ বিদেশে অবস্থানরত বানিয়াচঙ্গের বিভিন্ন সুধীজন কেউই মেনে নিতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার মানুষ এ নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছেন এবং প্রকৃত অপরাধীকে খোজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি জোর দাবী জানিয়েছেন। দূর্বৃত্তদের হাতে মর্মান্তিকভাবে প্রাণ হারানো জাকিয়া আক্তার (৬৫)’র বাড়িতে গিয়ে স্বজনদের শান্তনা দিয়েছেন হবিগঞ্জ-২ আসনের এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। শনিবার দুপুর ১২টায় উপজেলা সদরের চৌধুরী পাড়ার বাড়িতে গিয়ে স্বজনদের সাথে কথা বলেন তিনি। এসময় এমপি আব্দুল মজিদ খান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক যা ভাষায় প্রকাশ করা যায় না। একজন ধার্মিক পরহেজগার ষাটোর্ধ মহিলাকে ঘরে প্রবেশ করে হাতুড়ি দিয়ে মাথায় একের পর এক আঘাত করে হত্যার ঘটনা কোনভাবেই মেনে নেয়া যায় না। আমি পুলিশের এসপি, বানিয়াচং সার্কেল এবং থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা বলেছি, অপরাধী যেই হউক না কেন সুষ্ঠু তদন্ত সাপেে খুনীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ ঘটনায় আমরা ক্ষুব্দ, মর্মাহত ও শঙ্কিত। এ সময় উপস্থিত ছিলেন নিহতের স্বজন খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক কর্নেল মোশাহিদ ঠাকুর, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ২নং ইউপি চেয়ারম্যান মোঃ ওয়ারিশ উদ্দিন খান, ৩নং ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, বিএনপি নেতা মুজিবুল হোসেন মারুফ, নিহতের ছেলে ডাচ্ বাংলা ব্যাংক ম্যানেজার জে আজম ঠাকুর রিংকু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশরাফ আলী সোহেল, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, ছাত্রলীগ সাবেক সভাপতি এ জেড এম উজ্জল, ইউপি সদস্য মোজাহিদ মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা মারুফ আহমেদসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ হত্যাকান্ডের ঘটনায় নিহত জাকিয়া খাতুনের ছেলে গোলাম আজম ঠাকুর বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে পিবিআইসহ পুলিশের বিভিন্ন ইউনিট এ হত্যাকান্ডের বিষয়ে তদন্তকাজ চালাচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাবে না বলেও তিনি এ প্রতিনিধিকে অবহিত করেন। নিহত জাকিয়া খাতুনের ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় বানিয়াচঙ্গে ষাটোর্ধ্ব বয়সের জাকিরা খাতুন (৬৫) নামে এক মহিলা দূর্বৃত্তদের হাতে খুন হন। তিনি উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন এর অন্তর্গত চৌধুরী পাড়া গ্রামের মরহুম আব্দুল হান্নান ঠাকুর এর স্ত্রী। স্বামী মারা যাওয়ার পর কনিষ্ট সন্তান জুবেল ঠাকুর (২৭) কে নিয়ে জাকিয়া খাতুন চৌধুরী পাড়ার বাড়িতে বসবাস করে আসছিলেন। গ্যানিংগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান ঠাকুর প্রায় ২ বছর আগে মারা যান। স্বামী মারা যাওয়ার পর কনিষ্ট সন্তান জুবেল ঠাকুর (২৭)কে নিয়ে জাকিয়া খাতুন চৌধুরী পাড়ার বাড়িতে বসবাস করছেন। জ্যেষ্ট ছেলে মোর্শেদ ঠাকুর স্ব-পরিবারে লন্ডনে এবং মেঝ ছেলে গোলাম আজম ঠাকুর রিংকু ব্যাংকে চাকুরী করার সুবাদে ঢাকায় কর্মরত আছেন।