স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বদলী হলেও মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জে দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসক কার্যালয়ের গোপণীয় শাখায় দায়িত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইদ মোহাম্মদ ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করে করে জানান, আগামী ২৮ ফেব্রুয়ারী হবিগঞ্জ পৌরসভার নির্বাচন। তাই নির্বাচন কশিমন থেকে এক পত্রে বলা হয়েছে বর্তমান জেলা প্রশাসক কামরুল হাসান হবিগঞ্জ পৌরসভার নির্বাচন শেষ হবার পর নতনি কর্মস্থলে যোগদান করবেন। নিয়মানুযায়ী নির্বাচন অনুষ্ঠানের ১০দিন পর পর্যন্ত জেলা প্রশাসক কামরুল হাসান হবিগঞ্জেই দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৮ জানুয়ারী এক আদেশে হবিগঞ্জ জেলা প্রশাসক কামরুল হাসানকে কুমিল্লা জেলায় বদলী করা হয়। গত ৩ ফেব্রুয়ারী জেলা প্রশাসক সাংবাদিকদের জানান আগামী মঙ্গলবার নয়া জেলা প্রশাসকের নিকট দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করবেন। এদিকে নির্বাচন কমিশন থেকে গত শুক্রবার এক পত্রে পৌরসভা নির্বাচন পর্যন্ত হবিগঞ্জে অবস্তান করতে বলা হয়।