স্টাফ রিপোর্টার ॥ বখাটেপনাসহ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকা, আহছানিয়া মিশন, বদিউজ্জামান খান সড়ক, পিটিআই রোড, গানিং পার্ক, পানির ট্যাংকি এলাকার সমন্বয়ে একটি সামজিক সংগঠন গঠন করা হয়েছে। গতকাল আমির চান কমপ্লেক্সে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী রোটারীয়ান এম এ রাজ্জাক। সভায় সর্বস্মতিক্রমে রোটারীয়ান এম এ রাজ্জাককে আহ্বায়ক ও মীর জিয়াউল হক জিয়াকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।