স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পশ্চিম এলাকার ২৪টি গ্রাম নিয়ে গঠিত বার সমাজ কল্যাণ যুব সংঘের সাধারণ সভা ও বনভোজন গত শুক্রবার অনুষ্ঠিত হয়। রিচি গ্রামের ঐতিহ্যবাহী কাজল দীঘির তীরে আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম। সিনিয়র সহসভাপতি ডাঃ জিতু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপদেষ্ঠা ডাঃ বরকত আলী, সাধারণ সম্পাদক মাসুক চৌধুরী, এডঃ মোহাম্মদ ইলিয়াছ, আব্দুল মোছাব্বির, মোঃ আরজু মিয়া বাচ্চু, আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিন, মোঃ আব্দুর রহিম, মোঃ আরব আলী, আব্দুর রাজ্জাক প্রমুখ।
বার যুব সংঘ ইউকে শাখার সভাপতি অলিউর রহমান, সেক্রেটারী কামাল চৌধুরী, মোতাব্বির হোসেন এর সৌজন্যে আয়োজিত মধ্যাহ্ন ভোজ শেষে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক কণ্ঠ শিল্পী আকরাম আলীর নেতৃত্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন। পরে র্যাফেল ড্র ও গ্রুপ খেলা রশি টান অনুষ্ঠিত হয়।