প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গত ০১ ফেব্রুয়ারী সোমবার মৃণাল কান্তি দাশ বাদল এর সভাপতিত্বে উক্ত কমিটি গঠন করা হয়। নবীগঞ্জ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট মেডিসিন বিক্রয়কারী প্রতিষ্টানের স্বত্ত্বাধীকারিদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। মুহিবুর রহমান আকল কে সভাপতি ও জীবেশ গোপ কে সাধারন সম্পাদক করে ২১ সদস্যদের কমিটির অনুমোদন দেয়া হয়। উক্ত কমিটির সহ-সভাপতি পদে বাবুল দেব, অমলেন্দু সূত্রধর, গোপিকা রঞ্জন পাল, জন্টু চন্দ্র রায়, কার্যনির্বাহী সদস্য হিসেবে বিধান ধর, জালাল আহমেদ, এস.আর সিদ্দিকি, সংগ্রাম চন্দ্র, রঞ্জিত চক্রবর্ত্তী নান্টু, রিন্টু দাশ, অনুপ আচার্য্য, মলয় চক্রবর্ত্তী, প্রণয় দাশ, অমৃত দাশ, রিয়াদ আহমেদ, চয়ন দাশ, জুলফিকার আলী, শামীম আহমেদ, জীবন রায়। উল্লেখ্য যে নবীগঞ্জ বাজারে পূর্বের দুই কমিটি ভেঙ্গে সর্বসম্মিতিক্রমে এই কমিটি অনুমোদন করা হয়।