স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি গভীর অরণ্যে তৃতীয় দিনের অভিযানে নতুন করে আবিস্কৃত আরো ২টি বাংকারের খনন কাজ শুরু করেছে র্যাব। তবে নতুন করে কোন অস্ত্র বা গোলাবারুদের সন্ধান পায়নি র্যাব। এদিকে ঘটনাস্থলের পার্শ্ববর্তী ত্রিপুরা পল্লী পুরুষশুণ্য হয়ে পড়েছে। এছাড়া সাতছড়ি জাতীয় উদ্যানে পর্যটক না আসায় সেখানে বিরাজ করছে নিরবতা। এদিকে বুধবার রাতে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পরিচালক সামিউল ইসলাম বাদি হয়ে চুনারুঘাট থানায় অস্ত্র ও বিষ্ফোরক আইনে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার এসআই হারুন গতকাল বৃহষ্পতিবার সকালে উদ্ধারকৃত সমরাস্ত্র ঢাকা সেনানিবানের সেন্ট্রাল অডিস্যান্স ডিপো ও গাজীপুরের রাজেন্দ্রপুর অডিস্যান্স ডিপোতে প্রেরনের জন্য হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আবেদন করেন। পরে আদালতের বিচারক রোকেয়া আক্তারের নির্দেশে গতকালই উদ্ধারকৃত র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক সানা সামিনুর রহমান জানান, উদ্ধারকৃত ৪টি মেশিনগান, মেশিনগানের অতিরিক্ত ৫টি ব্যারেল, ২২২টি রকেট, ২৪৮টি রকেটে চার্জার, ১টি রকেট লাঞ্চার, ১২ হাজার ৬শ ৯৮ রাউন্ড গুলি, ১৯টি ম্যাগজিন, ২টি বেল্ট, সমরাস্ত্র উল্লেখিত স্থানে প্রেরণ করেন।