স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর নির্বাচনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী এডভোকেট মোঃ এনামুল হক সেলিম গতকাল দিনভর দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। তার মধ্যে উল্লেখ যোগ্য হলেন-পৌর নির্বাচনে দলীয় মনোনয়নপত্র প্রত্যাশী, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক ও হবিগঞ্জ জেলা যুবদল সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ, জেলা স্বেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ্ রাজিব আহমেদ রিংগন এবং হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান ফারছু, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলী খান, মোঃ আব্দুল হাই তাহের, মকবুল হোসেন মিয়া, সাবেক কাউন্সিলর শাহ্ কমর উদ্দিন কমরু, জেলা বিএনপি সদস্য আব্দুল হান্নান ফরিদ, জেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক এডঃ বজলুর রহমান, আব্দুল হান্নান ফরিদ, জেলা কৃষকদলের আহ্বায়ক ও হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, সদর উপজেলা বিএনপি’র ১ম যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, সহ-সভাপতি শারফিন চৌধুরী রিয়াজ, হান্নান মেম্বার, অর্থ সম্পাদক এনাম চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক জিকে ঝলক, গোলাম মাহবুব, বিএনপি নেতা বজলুর রহমান, মর্তুজা হাসান রিপন, আব্দুল কাইয়ূম তোতা, মোঃ আফরোজ মিয়া, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফে রাব্বানী টিটু, এমদাদুল হক চৌধুরী লিটন, রিংকু চৌধুরী, জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান রাকিব সহ দলীয় প্রবীণ নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতৃত্বের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ এডভোকেট মোঃ এনামুল হক সেলিমকে সমর্থন দিয়ে দলীয় প্রতীকের পক্ষে ঐকদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।