স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ফৌজদারী কোর্টে পুলিশ ব্যারাকের পাশে পরিত্যক্ত গাড়িতে সবজি চাষ করে সফলতার মুখ দেখেছেন কয়েকজন পুলিশ সদস্য। এ সবজির মাধ্যমে তারা নিজেদের চাহিদা মেটাচ্ছেন। ওই কোর্টের টিএসআই নাসির উদ্দিনসহ কয়েকজন পুলিশ সদস্য নিজ উদ্যোগে পড়ে থাকা এ গাড়িতে সবজি চাষ করার পরিকল্পনা করেন। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ওই গাড়িতে মিষ্টি কুমড়া, করলা, পেপে, টমেটো, লাই শাক, পুই শাক, আলু, পটলসহ বিভিন্ন ধরণের সবজি চাষ করেন। অফিস টাইমের আগে ও পরে সময় ফেলেই সবজি চাষে সময় ব্যয় করে ওই পুলিশ সদস্যরা। ফলে তাদের অদম্য পরিশ্রমের ফলে ওই গাড়িটিই যেনো হয়ে উঠেছে এখন সবজি বাগান। প্রায়ই ওই সবজি বাগান দেখতে কোর্টে আসা বিচারপ্রার্থীরা ভিড় জমান। গতকাল বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, টিএসআই নাসির উদ্দিন ও পুলিশ সদস্য খোর্শেদ আলী সবজি বাগানের পরিচর্যা করছেন। নাসির উদ্দিন বলেন, চাকরির কারণে সবজি চাষে তেমন একটা সময় দিতে পারেন না। তবুও যতটুকু সময় পান তারা সবজি চাষে ব্যস্ত থাকেন। তবে তিনি বলেন, তারা পেশাদার কোনো সবজি চাষি নন, নিতান্তই শখের বশে এ সবজি বাগান গড়ে তুলেছেন। তিনি আরও বলেন, বাজারের অধিকাংশ সবজিই বিষমুক্ত নয় এবং অনেক সময় টাটকা সবজি পাওয়া যায় না। তাই নিজেদের চাষ করা সবজি খাওয়ায় রোগ বালাইওর আশংকাও তেমন একটা নেই। তিনি সকলকে অবসর সময় অপচয় না করে সবজি চাষ করার পরামর্শ দেন।