নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে হামলায় স্কুল শিক্ষিকা ফরজুন বেগম আহত হয়েছেন। নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়াস্থ গ্রামের জহুর উদ্দিনের কন্যা ইমামগঞ্জ বাজার কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষিকা ফরজুন বেগমের বাড়ী থেকে গত মার্চ মাসে একটি মোবাইল চুরি হয়। এ চুরির সাথে একই গ্রামের আব্দুস সহীদের স্ত্রী ডলি বেগম জড়িত বলে তারা সন্দেহ করে। এ নিয়ে শালিস বিচারে ডলি বেগম দোষী সাব্যস্থ হওয়ায় এক মাসের মধ্যে মোবাইলের দাম দেওয়ার রায় হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ডলি বেগম মোবাইলের দাম ফেরত না দিয়ে বিভিন্ন অজুহাত দেখাতে থাকে। এরই জের ধরে গত মঙ্গলবার সকালে ফরজুন বেগম তার স্কুলে যাওয়ার পথে রাস্তায় একা পেয়ে ডলি বেগম ও তার সহযোগীরা মিলে ফয়জুন বেগমকে মারপিট করে। আহত অবস্থায় ফরজুন বেগমকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।