প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ অ্যাজমা চেক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টায় শহরের আশরাফ জাহান ফুড ভিলেজে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেওয়ান মোস্তাক গাজী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাজমা চেক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোশাহিদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন। সভায় দেওয়ান মোস্তাক গাজীকে আহবায়ক, মোঃ আব্দুল হান্নান ও অলিউর রহমানকে যুগ্ম আহবায়ক, রোটারিয়ান মোঃ নোমান মিয়াকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, এএইচএম শিবলী খান, মোঃ আবু তাহের দুলাল, মফিজুর রহমান টিটু, আজিজুর রহমান মান্না ও সালমান আহমেদ চৌধুরী। সভায় এডভোকেট আলা উদ্দিন তালুকদার এর জীবন কর্মের উপর আলোচনায় অংশগ্রহণ করেন চেয়ারম্যান মোশাহিদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, আব্দুল হান্নান, এএইচএম শিবলী খান, রোটারিয়ান মোঃ নোমান মিয়া, মোস্তাক গাজী ও অন্যান্য সদস্যবৃন্দ। সবশেষে আলা উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।