স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ৬নং কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ সংক্ষিপ্ত সফরে ইংল্যান্ড গেছেন। গতকাল রাত ৯টায় হযরত শাহজালাল (রঃ) বিমান বন্দর থেকে এ্যামিরাথস্ এয়ার লাইন্স এর একটি ফ্লাইটে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। সফরকালে তিনি কুর্শিসহ নবীগঞ্জ উপজেলার আর্তসামাজিক উন্নয়ন ও ঘরে ঘরে গ্যাস সরবরাহের দাবী নিয়ে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। সময় সল্পতার কারণে তিনি বন্ধুবান্ধবসহ আত্মীয় স্বজনের সাথে দেখা স্বাক্ষাৎ করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তিনি সকরের নিকট দোয়া প্রার্র্র্র্থী।