স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের চানপুর খোয়াই নদীর চর থেকে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে একদল ভূমিদস্যু। ফলে ওই এলাকার ১২টি গ্রাম বর্ষা মৌসুমে হুমকি মুখে পড়বে। শুধু তাই নয়, বালু উত্তোলনের ফলে এসব গ্রামের গরু, ছাগল ঘাস খেতে পারে না। অনেক কৃষকরা ঘাস কেটে ও বিভিন্ন স্থানে নিয়ে তাদের গবাদি পশু চড়িয়ে থাকেন। জানা যায়, সম্প্রতি এক ব্যক্তি ওই স্থান থেকে বালু উত্তোলনের ফলে প্রশাসন জরিমানা করেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ওই স্থান থেকে আবারও বালু উত্তোলন করা হচ্ছে। গ্রামবাসীরা জানান, জনৈক ব্যক্তি ওই স্থান থেকে অবৈধভাবে গত ৪ দিন ধরে বালু উত্তোলন করে ট্রাক্টরযোগে পাচার করছে। যদি এসব বালু উত্তোলন বন্ধ করা না হয়, তাহলে চাঁনপুর, কাশিপুর, নকলারআব্দা, রতনপুরসহ ১২ গ্রামবাসী আন্দোলনে নামবেন। এ বিষয়ে সহকারি কমিশনার (ভুমি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি জানেন না। খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হাসান রুবেল জানান, ওই স্থানে লিজ দেয়া হয়নি। যদি কেউ এরকম করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।